Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Nursing Job in Saudi Arabia Monthly Salary 3,300 Saudi Riyals

নোটিশ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

“বোয়েসেল’এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে”

স্থাপিত - ১৯৮৪

সরকারি ব্যাবস্থাপনায় বোয়েসেল-এর মাধ্যমে সৌদি আরব-এ Afras Trading & Contracting Company-তে Nursing Specialist নিয়োগ

বোয়েসেল-এর কোন এজেন্ট/মিডলম্যান নেই, আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারেন

স্মারক নং-নং-৪৯,০২,০০০০,০০০,৪৭,০০১,২৪/১৭৬৮

তারিখ: ১১.০৯.২০২৩

ক্রম পদের নাম সংখ্যা বেতন অভিযোগ
Nursing Specialist (Bsc) পুরুষ ১৫ জন, মহিলা ১৫ জন মাসিক বেতন ৩,০০০/- সৌদি রিয়াল (মোট) সংশ্লিষ্ট বিষয়ে নার্সিং এবং প্রয়োজনে পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক

নির্বাচন শর্তাবলী:

  • প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি সনদধারী হতে হবে;;
  • . বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড নার্স হতে হবে;;
  • সর্বনিম্ন ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;;
  • ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে;
  • প্রার্থীর বয়স ৪০ (চল্লিশ) বছরের মধ্যে হতে হবে প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী হতে হবে;
  • প্রার্থীদের সৌদি আরবে চাকুরির জন্য নির্বাচিত হওয়ার জন্য নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি নার্সিং সমমানী হতে হবে;
  • প্রার্থীদের সৌদি আরবে চাকুরির জন্য নির্বাচিত হওয়ার জন্য নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি নার্সিং সমমানী হতে হবে;
  • প্রোমেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ রেজিস্টার্ড বিএসসি নার্সগণ উপর্যুক্ত শর্তপূরণ সাপেক্ষে সৌদি আরবে চাকরির জন্য নির্বাচিত হলে নিম্নবর্ণিত সুবিধাদি প্রাপ্য হবেন::

  • মাসিক বেতন ৩,০০০ সৌদি রিয়াল ;
  • খাবার বাবদ প্রতিমাসে ৩০০ সৌদি রিয়াল;;
  • আবাসস্থল, ইউনিফর্ম, কর্মক্ষেত্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে;;
  • শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস;
  • কর্মদিবস সপ্তাহে ০৬ (ছয়) দিন এবং দৈনিক ০৮ (আট) ঘন্টা ডিউটি;
  • চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে;;
  • চাকরির চুক্তি ০২ (দুই) বছর, যা নবায়নযোগ্য
  • বাৎসরিক ছুটি ২১ (একুশ) দিন;;
  • ১. অন্যান্য সুবিধাদি সৌদি আরব এর আইন অনুযায়ী প্রযোজ্য হবে।;

অন্য শর্তাবলী:

  • নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- (ছাপান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি (গামকা মেডিকেল ফি, ভিসা স্ট্যাম্পিং ফিসহ অন্যান আনুসাঙ্গিক ফি) স্ব-স্ব দপ্তরে প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০.১২.২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।;
  • বি:দ্র:- আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের প্রোমেট্রিক সনদ নেই, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ খরচে প্রোমেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বনিম্ন ৬০% পাশ নম্বর নিয়ে উত্তীর্ণ হবার শর্তে আবেদন করতে পারবেন। শুধুমাত্র উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য হবেন।;
  • চূড়ান্তভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়;
  • আবেদন লিংক:- https://forms.gle/mfQhb3jCQng6LLjs7

Post a Comment