Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ক্যান্সার হওয়ার কারণ সমূহ এবং ক্যান্সার বিষয়ক কিছু সংক্ষিপ্ত ধারণা

ক্যান্সার নির্ণয়ের গবেষণাগার পদ্ধতি

ল্যাবরেটরীতে ক্যান্সার নির্ণয়

Laboratory Diagnosis of Cancer

গবেষণাগার পদ্ধতিসমূহ

১) হিস্টোপ্যাথলজি ও সাইটোপ্যাথলজি পদ্ধতি (Histologic and cytologic methods): বিভিন্নভাবে নমুনা সংগ্রহ করা হয়। যেমন-

  • বায়োপসি (Biopsy) বা আক্রান্ত স্থান থেকে কোষ কেটে ফেলা (Excision)
  • সূক্ষ্ম সুচ দিয়ে (FNAC) নমুনা সংগ্রহ
  • সাইটোলজিক স্মিয়ার (Cytologic smears) যেমন প্যাপ স্মিয়ার (Pap's smear)

২) ইমিউনো সাইটোকেমিস্ট্রি (Immuno Cytochemistry): ক্যান্সারের শ্রেণীবিভাগের জন্য ব্যবহৃত হয়।

৩) মলিকুলার ডায়াগনোসিস (Molecular Diagnosis): নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়।

৪) ফ্লো সাইটোমেট্রি (Flow Cytometry): কোষের DNA পরীক্ষা ও এন্টিজেন ইত্যাদির বিশ্লেষণে ব্যবহৃত হয়।

৫) টিউমার মার্কারস (Tumour Markers): শরীরে উপস্থিত নির্দিষ্ট পদার্থের মাধ্যমে ক্যান্সার শনাক্ত করা হয়।

কিছু পরিবেশগত কারণ, ঔষধ ও রাসায়নিক পদার্থ এবং মানব ক্যান্সারের সম্পর্ক

কারণ (Factor) কি ধরনের ক্যান্সার (Type of malignancy)
সিগারেটের ধোঁয়া (Cigarette smoking) ফুসফুসের ক্যান্সার (Ca-lung), কণ্ঠনালীর ক্যান্সার (Ca-larynx)
সূর্যালোক (Excess sun exposure) ত্বকের ক্যান্সার (Sq. Cell. Ca, Basal Cell Ca, Melanoma)
অ্যালকাইলেটিং এজেন্ট (Alkylating agents) রক্ত ক্যান্সার (Acute leukaemia)
অ্যাসবেস্টস (Asbestos) ফুসফুসের ক্যান্সার (Ca-lung)
ধূমায়িত খাদ্য (Smoked food) পাকস্থলীর ক্যান্সার (Ca-stomach)
অ্যালকোহল (Alcohol) লিভার ক্যান্সার (Ca-liver)
আর্সেনিক (Arsenic) ত্বকের ক্যান্সার (Sq. Cell Ca, Basal Cell Ca)
কম আঁশযুক্ত খাদ্য (Low fiber diet) অন্ত্রের ক্যান্সার (Ca-colon)
বেশি চর্বিযুক্ত খাদ্য (High fat diet) স্তনের ক্যান্সার (Ca-breast)
বি-নেফথাইলামিন (B-naphthylamine, Aniline dyes) মূত্রাশয়ের ক্যান্সার (Ca-U. bladder)
অ্যাফ্লাটক্সিন বি১ (Aflatoxin B1) লিভার ক্যান্সার (Ca-liver)
বেনজিন (Benzene) রক্ত ক্যান্সার (Acute leukaemia)
ডাই-ইথাইল স্টিবেস্ট্রল (Di-ethyl stibestrol) মহিলাদের যোনি ঘারের ক্যান্সার (Ca-vagina)
নিকেল (Nickel) ফুসফুসের ক্যান্সার (Ca-lung)
ইউরেনিয়াম (Uranium) ফুসফুসের ক্যান্সার (Ca-lung)

Post a Comment