বিগত বছরগুলোতে নার্সিং লিখিত পরীক্ষায় যেসকল টপিক থেকে প্রশ্ন হয়েছে
নার্স এর দ্বায়িত্ব - কর্তব্য, গুণাবলী ও নার্সিং
নার্সিং সেবার মৌলিক নীতি ও উদ্দেশ্য কী? একজন দক্ষ সেবিকার বৈশিষ্ট্য কী কী?
একজন দক্ষ সেবিকা হতে কি কি গুনাগুন থাকা দরকার তা নিজের ভাষায় বর্ণনা করুন।
একজন সেবিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লিখুন।
একজন আত্মবিশ্বাসী সেবিকার কী কী গুণাবলী থাকা উচিৎ? কিভাবে এসব গুণাবলী অর্জন করা যায়?
নার্সিং একটি মহৎ পেশা" -ব্যাখ্যা করুন।
একজন মানসিকভাবে অসুস্থ রোগীর সংগে আপনি কিভাবে আচরণ করবেন?
একজন সেবিকা হিসাবে আপনি নিজেকে মূল্যায়ন করুন।
"নার্সিং একটি মহৎ পেশা" - ব্যাখ্যা করুন।
নার্সিং পেশায় ক্যারিয়ার তৈরির সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আলোকপাত করুণ।
নার্সিং সেবা ব্যবস্থাপনা
হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীর প্রতি একজন সেবিকার দ্বায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
একজন সেবিকা হিসেবে আপনি কীভাবে একজন রোগীকে Physical assessment করার জন্য তৈরি করবেন? বর্ণনা করুন।
একজন সেবিকা হিসেবে রোগীরকে পরিক্ষার জন্য কীভাবে প্রস্তুত করবেন এবং কী কী বিষয় পরীক্ষা করবেন?
রোগীর ছুটি প্রক্রিয়ায় (Patient Discharge Process) নার্সের ভূমিকা সম্পর্কে লিখুন।
ভাইটাল সাইনস
ব্লাড প্রেসার নির্ণনেয় প্রতিক্রিয়া বিশদভাবে বর্ণনা করুন।
Vital Signs বলতে কী বুঝেন?
Unconscious (অচেতন অবস্থা)
একজন অচেতন (Unconscious) রোগী হাসপাতালে ভর্তির পর ডাক্তার উপস্থিতির পূর্বে দায়িত্বরত সেবিকা হিসেবে আপনার করণীয় সম্পর্কে পর্যায়ক্রমে লিখুন।
অচেতন কী? একজন অচেতন রোগীর লক্ষণগুলো কী কী? একজন সেবিকা হিসেবে কীভাবে একজন অচেতন রোগীর যত্ন নিবেন তা বর্ণনা করুন।
একজন অচেতন রোগীর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত লিখুন।
একজন রোগী অজ্ঞাত কারণে অজ্ঞান অবস্থায় হাসপাতালে জরুরী বিভাগে অবস্থান করছেন। এই সময়ে একজন সেবিকা হিসাবে কী কী ব্যভস্থা গ্রহণ করবেন?
একজন অজ্ঞান রোগীর চিকিৎসায় তাৎক্ষণিক কী কী ব্যবস্থা নেওয়া হয়?
কী কী কারণে একজন মানুষ অজ্ঞান হতে পারে?
Shock (শক অবস্থা)
রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে Shock এ গেছে আপনি কর্তব্যরত নার্স হিসেবে শুরুতেই ঐ রোগীকে কিভাবে Manage করবেন?
মনে করুন আপনি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে একজন রোগী Shock এ ভর্তি হয়েছেন। শুরুতেই আপনি সে রোগীকে কিভাবে Manage করবেন?
সংক্রামক ও অসংক্রামক রোগ
সংক্রামক ও অসংক্রামক রোগ বলতে কী বোঝায়? উদাহরণসহ লিখুন। অসংক্রামক রোগ প্রতিরোধের পদক্ষেপগুলি বিস্তারিত লিখুন।
তিনটি করে কমিউনিকেবল এবং ননকমিউনিকেবল রোগের নাম লিখুন। এদের নিয়ন্ত্রণে সেবিকা হিসাবে আপনার ভূমিকা কী কী হওয়া উচিত বলে মনে করেন?
Post Operative
আপনি যদি Post Operative Ward এ একজন নার্স হন, তবে একটি Major Surgery হবার পর রোগীকে কিভাবে Follow up করবেন?
ই পি আই
সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্য কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন?
৫ বছর বয়স পর্যন্ত কী কী টিকা দেওয়া হয়?
বুষ্টার (Booster) dose বলতে কী বুঝায়?
ই পি আই কী?
ই পি আই এর অধীনে কয়টি টিকা দেওয়া হয়?
কোন রোগের জন্য বি সি জি টিকা দেওয়া হয়? কখন দেওয়া হয়?
পেন্টাভ্যালেন্ট টিকা কোন কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে?
Cold Chain বলতে কি বোঝেন? টিকা সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে এর গুরুত্ব সমূহ সংক্ষেপে আলোচনা করুন।
পরিবার পরিকল্পনা
পরিবার পরিকল্পনা কী?
অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কী কী?
খাওয়ার বড়ির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী?
অপারেশন নমুনা সম্মতিপত্র
একজন রোগীর Ca - Tongue (জিহ্বার ক্যান্সার) অপারেশন হবে এর একটি নমুনা সম্মতিপত্র তৈরি করুন।
একজন রোগীর "এপেনডিসাইটিস (Appendicitis) অপারেশন" হবে। এর একটি নমুনা সম্মতি পত্র তৈরী করুন।
হেপাটাইটিস
একজন রোগী HBsAg '+ ve' (পজিটিভ) বলতে কী বুঝায়?
একজন HBsAg '+ ve' রোগী ওয়ার্ডে থাকলে কী কী সতর্কতা / প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে?
HBsAg '+ ve' রোগীর রক্ত বা বডি ফ্লুইড আপনার সংস্পর্শে আসলে কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে তা লিখুন।
ভিটামিন
ভিটামিন কী ও কত প্রকার?
ফ্যাট সল্যুবল (Fat Soluble) ভিটামিন কী কী? ভিটামিন 'A'- এর অভাবে কোন রোগ হয়?
ভিটামিন কী?
রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
"মাতৃদুগ্ধ শিশুর আদর্শ খাবার" যুক্তি সহকারে বর্ণনা করুন। 2010
অন্যান্য
USG of Whole Abdomen পরীক্ষাটি করার জন্য রোগীর কি কি প্রস্তুতি নিতে হবে?
ড্রাগ রিএকশান হলে কি কি করণীয় সংক্ষেপে লিখুন।
ইনটেক - আউটপুট চার্ট কী? পোস্ট অপারেটিভ রোগীদের ক্ষেত্রে এর গুরুত্ব কী? এ ক্ষেত্রে কী কী প্যারামিটার দেখা হয় তা লিপিবদ্ধ করুন।
গ্লুকোমিটার যন্ত্রটি কোন ধরনের রোগীরা ব্যবহার করেন? এ যন্ত্রে দ্বারা কি পরীক্ষা করা হয় এবং কিভাবে করা হয়?
মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু
মাতৃমৃত্যুর হার বলতে কী বোঝায়? বর্তমানে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কত? ইহার কারণসমূহ কী কী? মাতৃমৃত্যুর হার কমানোর জন্য একজন সেবিকা কী কী ভূমিকা পালন করতে পারে?
শিশু মৃত্যুর হার বলতে কী বোঝায়? বাংলাদেশে বর্তমানে শিশু মৃত্যুর হার কত? শিশু মৃত্যুর হার কমানোর জন্য একজন সেবিকা কী কী ভূমিকা পালন করতে পারেন?
বাংলাদেশে শিশু মৃত্যুহার কত এবং এর কারণসমূহ কী কী?
শিশু মৃত্যুহার রোধে একজন সেবিকার ভূমিকা আলোচনা করুন।
রক্ত
রক্তের গ্রুপ কত প্রকার ও কী কী? ভুল রক্ত পরিসঞ্চালনে রোগীর কী কী জটিলতা হতে পারে? ঐ মুহূর্তে কর্তব্যরত সেবিকা হিসাবে আপনার করণীয় কী?
একজন রোগীর রক্তদানের পূর্বে রোগী এবং রক্ত দাতার কী কী পরীক্ষা প্রয়োজন?
ব্লাড ট্রান্সফিউশনের সময় কি কি রিয়াকশন হতে পারে?
Transfusion এবং Infusion- এর মধ্যে পার্থক্য কী?
রোগীর শরীরে রক্ত Transfusion করার আগে কী কী পর্যবেক্ষণ বা চেক করতে হবে?
রক্তের গ্রুপ কয়টি ও কী কী?
আমাদের দেশে রক্ত Transfusion- এর আগে কী কী রোগের Screening করা হয়?
রক্তের CBC (Complete blood count) পরীক্ষায় কি কি Parameters দেখা হয়?
একজন রোগীর রক্তদানের পূর্বে রোগী ও রক্তদাতার কি কি পরীক্ষা প্রয়োজন?
উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ কী? শরীরের স্বাভাবিক রক্তচাপ কত এবং কোথায় মাপা হয়?
রক্তশূন্যতা
রক্তশূন্যতা কি? এর প্রধান লক্ষণগুলো কি কি?
আমাদের দেশে রক্তশূন্যতার কারণ কী?
কিভাবে রক্তশূন্যতা দূর করা যায়?
রক্তশূন্যতার চিকিৎসায় একজন সেবিকার ভূমিকা বিস্তারিত বর্ণনা করুন।
ডায়রিয়া
ডায়রিয়া কি এবং তার কারণগুলো কি কি?
ডায়রিয়ার লক্ষণগুলো কি কি? ডায়রিয়া প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই সব লিখুন।
ডায়রিয়া রোগীর কি কি লক্ষণ দেখবেন এবং কি কি ব্যবস্থা নিবেন?
ডায়রিয়া বলতে কী বুঝায়? ডায়রিয়া রোগীর লক্ষণসমূহ কী কী? সেবিকা হিসাবে কিভাবে ডায়রিয়া রোগীর সেবা প্রদান করবেন?
পানিসল্পতা
পানিসল্পতা- এর লক্ষণসমূহ কী? আক্রান্ত রোগীর ব্যবস্থাপনা সম্পর্কে লিখুন।
ডায়াবেটিস
ডায়াবেটিস কাকে বলে?
কোন হরমোনের অভাবে এই রোগ হয়? এই হরমোন কোথা হতে নিঃসৃত হয়?
ডায়াবেটিস রোগীর রোগ জনিত জটিলতা নিয়ে আলোচনা করুন।
ডায়াবেটিস কী এবং কত প্রকার?
জটিল ডায়াবেটিস এর উপসর্গ গুলো কী?
ডায়াবেটিস রোগীকে কিভাবে সচেতন করবেন?
ডায়াবেটিস কী? কীসের অভাবে শরীরে এ রোগ হয়?
ডায়াবেটিস রোগের চিকিৎসায় কী ব্যবহার করা হয় এবং কীভাবে কোথায় প্রয়োগ করা হয়?
কোভিড -১৯
কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণগুলো কী কী?
একজন সেবিকা হিসাবে করোনা রোগীর সেবায় নিয়োজিত থাকা অবস্থায় কী ধরণের সুরক্ষা নেওয়া উচিত বিস্তারিত লিখুন।
কোভিড -১৯ বলতে কী বুঝায়? কোভিড -১৯ রোগীদের চিকিৎসা সেবায় একজন সেবিকার কার্যপদ্ধতি লিপিবদ্ধ করুন।
কোভিড -১৯ ওয়ার্ডে ডিউটি করার জন্য আপনি কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন তা সংক্ষেপে বর্ণনা করুন।
হাসপাতালের কোভিড -১৯ ওয়ার্ডে ডিউটি করার সময় আপনি কী কী সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করবেন?
PPE (Personal Protection Equipment) বলতে কি বুঝায়?
COVID - 19 এর প্রাদুর্ভাব এর সময় জনগণকে কিভাবে সচেতন করতে হবে?
COVID - 19 এর টিকাগুলির নাম লিখুন।
কমিউনিটি ক্লিনিক
গ্রামীণ বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হেলথ কমিউনিটি ক্লিনিকের ভূমিকা সম্পর্কে লিখুন। এখানে প্রদত্ত সেবাসমূহ কী কী?
টীকা লিখুনঃ কমিউনিটি ক্লিনিক
মিডওয়াইফারি
প্রসূতি সেবায় নার্স -এর ভূমিকা কী? গর্ভকালীন সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা কী?
প্রসবের পর নবজাতকের 'Umblical cord' কাটার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করুন।
Eclampsia বলতে কী বুঝায়? এর লক্ষণগুলো কী কী? এই রোগে আক্রান্ত রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে একজন সেবিকার ভূমিকা বিস্তারিত লিখুন।
Ante natal check-up বলতে কী বুঝায়? একজন প্রসূতির Danger Sign কী কী? একজন প্রসূতির গর্ভকালীন পরিচর্যা সম্পর্কে বিস্তারিত লিখুন।
একজন গর্ভবতী মায়ের (Full term Pregnancy) প্রসব এর ২য় ধাপের লক্ষণ সমূহ (signs) বর্ণনা করুন।
একজন গর্ভবতী মা (Full term Pregnancy) প্রসব এর প্রথম পর্যায়ে আছেন। আপনাকে পার্টোগ্রাফ পূরণ করতে হবে। পার্টোগ্রাফে কী কী বিষয়গুলো লিপিবদ্ধ করতে হবে তা পর্যায়ক্রমে লিখুন।
Normal delivery ক্ষেত্রে Labour Room এ একজন নার্সের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
'Foetal distress' এর রোগী কিভাবে চিকিৎসা করা হয় সংক্ষেপে লিখুন।
আইভি (IV) ফ্লুইড
বিভিন্ন প্রকার আইভি (IV) স্যালাইন এর নাম লিখুন। কখন, কোথায় এগুলির প্রয়োগ হয়, একটি করে উদাহরণ দিন।
কয়েকটি I/V (Intra Venous) fluid এর নাম লিখুন।
I/V (Intravascular) দেওয়ার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিৎ এবং I/V কোথায় কোথায় সাধারণত দেওয়া হয়।
কোন রোগীর 'Fluid overload' হলে কি কি ব্যবস্থা নিতে হবে?
ড্রেসিং
কর্তব্যরত চিকিৎসক সার্জারী ওয়ার্ড -এ একজন রোগীকে Dressing করবেন। কী কী যন্ত্রপাতি ও Logistic দিয়ে এবং কিভাবে আপনি সহায়তা করবেন?
অপারেশন থিয়েটার
ধরুন আপনি একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে নার্স ইনচার্জ। OT তে Infection prevention এর জন্য আপনি কি কি অবলম্বন করবেন? অপারেশন থিয়েটারে নেওয়ার আগে রোগীকে কিভাবে প্রস্তুত করতে হয়?
অপারেশন থিয়েটারে একজন নার্সের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন।
আইসিইউ
নিবিড় পরিচর্যা (Intensive care) বলতে কী বোঝায়? নিবিড় পরিচর্যা ইউনিটের একজন সেবিকার দায়িত্ব কী?
Infection Control (ইনফেকশন কন্ট্রোল) Protocol in ICU